Posts

Showing posts from January, 2025

চিকিৎসা বিজ্ঞানের আলোকে নামাজের শারীরিক কিছু উপকারিতাঃ

Image
চিকিৎসা বিজ্ঞানের আলোকে নামাজের শারীরিক কিছু উপকারিতাঃ নামাজ ফরজ ইবাদাত। আল্লাহ তাআলা প্রতিদিন সব মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এ নামাজ পরকালের মুক্তি লাভের অন্যতম মাধ্যম। কারণ পরকালে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। যে ব্যক্তি নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারবে, তার পরবর্তী হিসাব সহজ হয়ে যাবে। আবার নামাজ দুনিয়ায় সব ধরনের অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। শুধু তাই নয়, নামাজের মাধ্যমে নামাজি ব্যক্তি অনেক শারীরিক উপকার লাভ করে। যার কিছু তুলে ধরা হলো- দাঁড়ানোঃ মানুষ যখন নামাজে দাঁড়ায়; তখন সব চোখ সিজদার স্থানে স্থির থাকে। ফলে মানুষের একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি পায়। রুকুঃ নামাজি ব্যক্তি যখন রুকু করে এবং রুকু থেকে ওঠে সোজা হয়ে দাঁড়ায় তখন মানুষের কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা হয়। রক্ত চলাচল বৃদ্ধি পায়। ফলে কোমর ও হাটু ব্যাথা উপশম হয়। সিজদাঃ নামাজে যখন সিজদা করা হয় তখন নামাজি ব্যক্তির মস্তিস্কে দ্রুত রক্ত প্রবাহিত হয়। ফলে তার স্মৃতি শক্তি বহুগুণে বৃদ্ধি পায়। আবার সিজদা থেকে ওঠে যখন দুই সিজদার মাঝখানে বসে এতে তার পায়ের উরু ও হাঁট সংকোচন এবং প্রসরণ ঘটে।...

বিয়ে; আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামাত।

Image
#আলহামদুলিল্লাহ! আমার বিয়ের আজ ৩০ দিন পূর্ণ হলো। গত ১ মাস  আগে আমার বিয়ে হয়েছে।যদিও ওর ( এইচ.এম.ইয়াসিন আরাফাত রাজু )  ইচ্ছে ছিল লিপইয়ারে বিয়ে করবে অর্থাৎ আগামী বছর ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং এ,এতে আমারো কোনো আপত্তি ছিল না,কারণ ও আমার বেষ্ট ফ্রেন্ড,ওর ইচ্ছাই আমার ইচ্ছা মনে করি,কিন্তু আল্লাহর ইচ্ছায় এই বছর ২৫ জানুয়ারি ২০২৩ আমাদের বিয়ে সম্পন্ন হয় সেটাও আবার দুই পরিবারের হটাৎ সিদ্ধান্তে,গত ১৭ জানুয়ারি ২০২৩ দুপুরে ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসে এবং মাত্র ৮ দিনের মধ্যে আমাদের বিয়ে সম্পন্ন হয়।তাড়াহুড়ার একমাত্র কারণ আমরা ১০ বছর যাবত একসাথে লেখাপড়া করি, আমাদের পোষ্ট গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে এখন দুইজন যেন একসাথে এ্যাব্রড পিএইচডি করতে যেতে পারি। #আমাকে অফিসিয়ালি ওদের বাড়ি থেকে দেখতে এসে বই (২২ খন্ডের তাফসীরে ফি ঝিলালিল কুরআন) উপহার দিয়েছিল,যা আমার খুবই পছন্দ,কনে দেখতে এসে হাতে টাকা দেওয়া আমাদের সমাজের এই প্রচলন আমার একেবারেই অপছন্দ,যদিও আমি কখনো ওকে বলি নি আমাকে বই দিতে কিন্তু আমি বই পছন্দ করি তাই সে বই পাঠিয়েছে এবং তার সব থেকে পছন্দের তাফসীর যেটা সেটাই। #যেহেতু আমাদের ১০ বছরের বন্ধুত্বের পর ব...