চোখ খুলুন। সাবধান হোন। প্রযুক্তির দাস নয়, নিয়ন্ত্রক হন

ভাবুন তো—আপনি নিজের রুমে, দরজা বন্ধ করে নিশ্চিন্তে সময় কাটাচ্ছেন। হঠাৎ জানতে পারলেন, কেউ হয়তো বাইরে বসে আপনাকে দেখে ফেলছে! বিশ্বাস হবে? কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন, যা Wi-Fi রাউটারকে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে এক ধরনের ক্যামেরায় রূপান্তর করে। এই প্রযুক্তি দেয়ালের আরপাশেও মানুষের অবস্থান, ভঙ্গিমা এমনকি শরীরের 3D গঠন বুঝতে পারে—ক্যামেরা ছাড়াই! এই পদ্ধতিকে বলা হয় DensePose। এটি Wi-Fi সিগনালের প্রতিফলন বিশ্লেষণ করে মানুষের পিক্সেল-ভিত্তিক চলাফেরা ও উপস্থিতি নির্ণয় করতে সক্ষম। ব্যবহার? হ্যাঁ, কেউ বলবে—এটা বাড়ির নিরাপত্তা বা বৃদ্ধদের দেখভালের জন্য ভালো। কিন্তু প্রশ্ন হলো—এই প্রযুক্তি যদি অননুমোদিত নজরদারিতে ব্যবহৃত হয়? যদি গোপনে আপনার চলাফেরা রেকর্ড করা হয়? তাহলে? এটা শুধু প্রাইভেসি ভঙ্গ নয়, এটা ব্যক্তিগত জীবনে ভয়াবহ হস্তক্ষেপ! যখন বিজ্ঞান মানুষের উপকারের বদলে তাকে নিয়ন্ত্রণের অস্ত্র হয়ে ওঠে—তখন সেটা বিজ্ঞান নয়, অপবিজ্ঞান। আমরা মুসলিমরা বিশ্বাস করি, ফিতনা শুধু আধ্যাত্মিক নয়, বরং প্রযুক্তি দিয়েও আমাদের ঘিরে ধরবে। এই সব কিছুই আমাদের উপর এ...